কবিতা
প্রেমের সমর্পণ

কখনো জীবনে প্রেম হয়ে আসে অতোটাই স্বাভাবিক;
আরবি ঘোড়ার মতো পাড়ি দেয় দুর্গম মরু সাহারা,
অতলান্তিকে হয় নির্ভীক দুর্দান্ত নাবিক
সচকিত হয়ে বসায় চকিতে অতন্ত্র পাহারা।
যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয় তেমনি উপমা
বেলুনের ভিতরে যেমন বাতাসের শূন্যতা,
অথবা যে লেখনে নেই কোলন বা দাড়ি-কমা;
ভাবের প্রকাশ-কসরত শেষান্তে সবি হয় বৃথা।
আকাশ থেকে নামে না আর ডানাকাটা পরি,
উড়াল ভুলে নেমে আসে সুতো কাঁটা ঘুড়ি;
চকেটেই কাঁটা ভেঙ্গে পড়ে থাকে সময়ের ঘড়ি,
ছককাটা খোপে খোপে খেলারাম খেলে জোচ্চুরি।
প্রতিকূল সোঁতে যদি নেমে আসে বিপন্নতার ক্লেশ,
তবুও হৃদয় মর্মে থেকে যায় মমতার একান্ত নিবাস,
প্রেমের বিপরীতে জারি হলে বিধি বা অধ্যাদেশ,
তবু প্রেম অবিনাশী, সাধ্যাতীত প্রেমের বিনাশ।
উষর জমিনে করুক না ওরা ফণিমনসার চাষ,
লাল গোলাপের নিবেদনে তাতে কী-বা যায় কী-বা আসে?
প্রেমের লীলার কালজয়ী যেই অনিবার বিন্যাস,
তার দৃঢ় ভিত কাঁপেনা কখনো ঘাতকের সন্ত্রাসে।
আকাশে নীলে পুলকের বেগে যতো মেঘ উড়ে উড়ে,
চাঁদের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে থাকে সারাক্ষণ,
প্রেমের যদি-বা ঠাঁই না-ই হয় ধুলোর ভুবন জুড়ে,
জোছনা পরীর ডানাতেই হোক প্রেমের সমর্পণ।
জীবন যেখানে প্রেমও সেখানে; সুখ ও দুঃখের দোসর,
শ্বাশত প্রেম তবু সায় দেয়, হলে শৈলীরও রূপান্তর।
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

ফেরদৌসির শাহনামা নিয়ে বইমেলায় ড. মোহাম্মদ আবুল বাশার

বইমেলায় সোমের কৌমুদীর দ্বিতীয় কবিতার বই ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’

বইমেলায় হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

লেখক হিসেবে বইমেলায় চিত্রনায়িকা সিবা আলী খান

বইমেলায় পাওয়া যাচ্ছে মাহাদী সেকেন্দারের গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের দর্শন ও বঙ্গবন্ধু’

বইমেলায় আফরোজার ‘দৃশ্যের অদৃশ্য ভাঁজ’

বই মেলায় রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ মায়াপথিক

বইমেলায় স্টল নম্বর ৭৩৫: ঢাকা টাইমসে আগ্রহ পাঠক-ক্রেতা-দর্শনার্থীর

দুটি কবিতা
