কবিতা

প্রেমের সমর্পণ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২২, ১৯:০৯| আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:১৫
অ- অ+

কখনো জীবনে প্রেম হয়ে আসে অতোটাই স্বাভাবিক;

আরবি ঘোড়ার মতো পাড়ি দেয় দুর্গম মরু সাহারা,

অতলান্তিকে হয় নির্ভীক দুর্দান্ত নাবিক

সচকিত হয়ে বসায় চকিতে অতন্ত্র পাহারা।

যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয় তেমনি উপমা

বেলুনের ভিতরে যেমন বাতাসের শূন্যতা,

অথবা যে লেখনে নেই কোলন বা দাড়ি-কমা;

ভাবের প্রকাশ-কসরত শেষান্তে সবি হয় বৃথা।

আকাশ থেকে নামে না আর ডানাকাটা পরি,

উড়াল ভুলে নেমে আসে সুতো কাঁটা ঘুড়ি;

চকেটেই কাঁটা ভেঙ্গে পড়ে থাকে সময়ের ঘড়ি,

ছককাটা খোপে খোপে খেলারাম খেলে জোচ্চুরি।

প্রতিকূল সোঁতে যদি নেমে আসে বিপন্নতার ক্লেশ,

তবুও হৃদয় মর্মে থেকে যায় মমতার একান্ত নিবাস,

প্রেমের বিপরীতে জারি হলে বিধি বা অধ্যাদেশ,

তবু প্রেম অবিনাশী, সাধ্যাতীত প্রেমের বিনাশ।

উষর জমিনে করুক না ওরা ফণিমনসার চাষ,

লাল গোলাপের নিবেদনে তাতে কী-বা যায় কী-বা আসে?

প্রেমের লীলার কালজয়ী যেই অনিবার বিন্যাস,

তার দৃঢ় ভিত কাঁপেনা কখনো ঘাতকের সন্ত্রাসে।

আকাশে নীলে পুলকের বেগে যতো মেঘ উড়ে উড়ে,

চাঁদের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে থাকে সারাক্ষণ,

প্রেমের যদি-বা ঠাঁই না-ই হয় ধুলোর ভুবন জুড়ে,

জোছনা পরীর ডানাতেই হোক প্রেমের সমর্পণ।

জীবন যেখানে প্রেমও সেখানে; সুখ ও দুঃখের দোসর,

শ্বাশত প্রেম তবু সায় দেয়, হলে শৈলীরও রূপান্তর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা