অর্থাভাবে থমকে যাবে সাবনূরের মেডিকেল পড়ার স্বপ্ন!

মো. ফয়সাল হাসান, পিরোজপুর
| আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:৩০ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২২, ১৭:১৮

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পিরোজপুরের নেছারাবাদের মেয়ে সাবনূর। দিনমজুর বাবার পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগানো সম্ভব না হওয়ায় সাবনূরের চিকিৎসাবিদ্যার ওপর পড়ার স্বপ্ন এখন যেন দুঃস্বপ্ন। সমাজের সহৃদয় ব্যক্তিরা তার পাশে এগিয়ে এলে স্বপ্ন পূরণ হবে একজন মেধাবী শিক্ষার্থীর।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারকাঠি গ্রামের দিনমজুর বাবুল মোল্লার মেয়ে সাবনূর। মেডিকেল ভর্তি পরীক্ষায় সাবনূর চান্স পেয়েছেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে। মেডিকেলে চান্স পাওয়ায় তার দিনমজুর পিতা ও মা সাবিনা বেগমসহ খুশিতে আত্মহারা তার শিক্ষকরাও। কিন্তু অর্থাভাবে সাবনূরের মেডিকেলে ভর্তি অনিশ্চিত হওয়ায় দুশ্চিন্তায় তার পরিবার।

এলাকাবাসী বলছেন, সাবনূরের ভর্তি, পড়াশুনার খরচ চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে কষ্টসাধ্য। সাবনূরকে মেডিকেলে পড়ানোর দায়িত্ব নেবে কে? তাদের দাবি, বাবুল মোল্লার মেয়ের পড়ার খরচ চালাতে কোনো বিত্তবান লোক যদি এগিয়ে না আসে; তাহলে ডাক্তার হওয়ার স্বপ্ন সাবনূরের স্বপ্নই থেকে যাবে।

সোমবার দুপুরে সাবনূরের বাড়ি গিয়ে দেখা যায়, মেয়ের মেডিকেলে চান্স পাওয়ায় সাবনূরের মা বাবা চোখে আনন্দ দেখা গেলেও ভেতরে ডুবে আছেন গভীর দুশ্চিন্তায়। এখন মেডিকেলের ভর্তির খরচ যোগাতে দিশেহারা বাবা বাবুল মোল্লা ও মা সাবিনা বেগম।

সাবনূরের বাবা বলেন, ‘আমার ১ ছেলে, ২ মেয়ে। আমি দিনমজুরি করে সংসার চালাই। তার ওপরে বছর পাঁচেক ধরে আমি অ্যাজমা রোগে আক্রান্ত। আগের মতো কাজও করতে পারি না। আমার স্ত্রী (সাবনূরের মা) একজন গৃহিনী। আমার একার আয়ে পরিবারের ভরণপোষণ কষ্ট হয়। তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে ধারদেনায় ডুবে গেছি।’

সাবনূরের মা সাবিনা বলেন, ‘সাবনূর ছোট থেকে পড়াশুনায় ভালো। তার শিক্ষকরা তাকে নিয়ে গর্ব করত। পঞ্চম শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে রেজাল্ট করে এসএসসি পরীক্ষায় কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস অর্জন করে। সেসময়ে ওকে ভালো প্রাইভেটও দিতে পারিনি।’

‘স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি করাই। কলেজের শিক্ষকরা সাবনূরকে সহযোগিতা করেন। মোট কথা প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত শিক্ষক ও সহপাঠিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছে।’

সাবনূরের মা বলেন, ‘এমন দিনও গেছে অভাবের কারণে তার মেয়ে না খেয়েও কলেজ করেছে। আমার অল্প বয়সে বিয়ে হওয়ায় ইচ্ছা থাকলেও বেশি পড়াশুনা করতে পারিনি। তাই তিন ছেলেমেয়েয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখি। সাবনূরকে মেডিকেলে পড়াতে বিত্তবানদের সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকবো।’

সাবনূর ঢাকা টাইমসকে বলেন, ‘প্রাথমিক থেকে এ পর্যন্ত আসতে শিক্ষক-সহপাঠিদের অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছি। আমি মেডিকেলে চান্স পেয়েছি। কিন্তু এখন ভর্তির টাকা না থাকায় দুশ্চিন্তায় আছি। এ জন্য আমি আমার শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চাচ্ছি।’

এদিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন তার কার্যালয়ে ডেকেছেন সাবনূরকে। সাবনূরের মেডিকেল ভর্তির টাকার একটা বিহিত করে দেবেন বলে জানিয়েছেন ইউএনও মোশারেফ।

(ঢাকাটাইমস/১১ এপ্রিল/এআর/ ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

উপজেলা নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগরের ৫ জন

এই বিভাগের সব খবর

শিরোনাম :