ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে সাংবাদিকরা রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২২, ১৩:২৬| আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪:৩৩
অ- অ+

কেনাকাটা করতে গিয়ে কথা কাটাকাটি থেকে শিক্ষার্থীদের মারধর। সেখান থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন একাধিক সাংবাদিক।

সোমবার রাতের পর মঙ্গলবার সকালে আবার শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীরা সংঘর্ষে জড়ালে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পেশাগত দায়িত্ব পালন করতে যান সাংবাদিকরা। সেখানে গিয়ে আহত হয়েছেন দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, তার সঙ্গে থাকা ক্যামেরা পারসন ইমরান, এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেন, আরটিভির ক্যামেরাম্যান সুমন দে, বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক।

পরে রক্তাক্ত অবস্থায় রিপোর্টার আসিফ সুমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনা কভার করতে যাওয়া সাংবাদিকরা অভিযোগ করেছেন, টার্গেট করে তাদের ওপর হামলা করা হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভেতরে থাকলেও ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে ইট ছুঁড়ছেন। গণমাধ্যমে ফলাও করে যাতে দৃশ্য না আসে, সে কারণে সাংবাদিকদেরও বাধা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষাদর্শী ও আহত বাংলা ট্রিবিউনের প্রতিবেদক শাহেদ শফিক জানান, আমি নিউমার্কেট ফুটওভার ব্রিজের সামেনে দাঁড়িয়ে ছিলাম। এসময় দীপ্ত টেলিভিশনের ক্যামেরা পার্সন এবং প্রতিবেদককে দেখি রড দিয়ে নিউমার্কেটের ব্যবসায়ীদের মারছে। আমি তাদের বাঁচাতে এগিয়ে গেলে ব্যবসায়ীরা আমারও উপর চড়াও হয়। পরে আমিসহ তিন জন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছি।

এদিকে সাংবাদিকদের রক্তাক্ত করার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের পেশাগত কাজে কোনো নিরাপত্তা নেই। কেউ হামলা করে তার উপযুক্ত বিচারও হয় না। এ কারণে দিনের পর দিন আহত হচ্ছেন সাংবাদিকরা।

এই ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামলেও মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে।

ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছুড়ছে।

সোমবার রাতের সংঘর্ষে এবং পুলিশের রাবার বুলেটের আঘাতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/বিইউ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা