প্রেষণে নিয়োগ দিয়ে ১১ যুগ্ম সচিবের দপ্তর বদল

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২২, ১৯:০৪

প্রশাসনে যুগ্ম সচিব পদ মর্যাদার ১১ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তাদের দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) কবির আল আসাদকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ডের সদস্য ড. নাজনীন কাওসার চৌধুরীকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে, রাজউকের সদস্য মো. মুনির হোসেন খানকে বাংলাদেশ জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (অর্থ) পদে, আরকাইভ ও গ্রন্থাগারের পরিচালক মো. দাউদ মিয়াকে বাংলাদেশ কপি রাইটস অফিসের রেজিস্টার অফ কপি রাইটস পদে, কনসুলার (বাংলাদেশ কনসুলার জেনারেল সৌদিআরবে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত) মো. আমিনুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত দীপংকর বিশ্বাসকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য হিসেবে, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অনুপম বড়ুয়াকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক হিসেবে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত নাসরিন মুক্তিকে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুনে পদায়নের লক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মিনা মাসুদ উজ্জামানকে কল কারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত মো. রফিকুল ইসলামকে দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণ পাইলট প্রকল্পের পরিচালক হিসেবে এবং মন্ত্রি পরিষদ বিভাগে সংযুক্ত অজয় কুমার চক্রবর্তীকে পাওয়া গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :