টুইটারে সরকারি ও বাণিজ্যিক অ্যাকাউন্টে ফি চান ইলন মাস্ক

সরকারি এবং বাণিজ্যিক ব্যবহারকারীরা বিনামূল্যে টুইটার ব্যবহার করতে পারবেন না, করতে হবে সামান্য খরচ। টুইটারের মালিকানা পাওয়ার পর এমন নিয়ম চালু করবেন বলে ইঙ্গিত দিলেন ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্ক।
বুধবার (৪ মে) এক টুইট বার্তায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, টুইটার সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের ক্ষেত্রে সামান্য খরচ করতে হতে পারে।
যদিও এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।
গত ৪ এপ্রিল টুইটারের প্রায় ৯ দশমিক ২ শতাংশ শেয়ারের মালিক হন ইলন মাস্ক। যার জন্য তিনি খরচ করেছেন ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। সে সময় একক মালিক হিসেবে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি শেয়ারের মালিক হলেও ১০ এপ্রিল টুইটার বোর্ডের মিটিংয়ে যোগ দিতে অস্বীকার করেন তিনি। পরে ইলন মাস্ক তার পরিকল্পনা স্পষ্ট করেন যে, তিনি আসলে পুরো টুইটারই চান।
এরপর ১৪ এপ্রিল ইলন মাস্ক টুইটারের বাকি শেয়ারগুলোর প্রতিটি ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেয়ার প্রস্তাব দেন, যা আগের কেনা ৯ দশমকি ২ শতাংশ শেয়ারের থেকে ৩৮ শতাংশ বেশি। মাস্কের বক্তব্য ছিল, কার্যকর গণতন্ত্রের জন্য বাক-স্বাধীনতা একটি সামাজিক বাধ্যবাধকতা। বর্তমান কাঠামোতে টুইটার তা দিতে পারবে না।
(ঢাকাটাইমস/৪মে/ওএফ/এসএটি)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

তুরস্ক ও সিরিয়াকে সাহায্যে সম্মেলনে বসছে দাতাগোষ্ঠী

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের ব্যতিক্রমী সম্মেলন

রাশিয়ার কাছে হাইপারসনিক অস্ত্র থাকলেও ব্যবহার করা হবে না: পুতিন

চীন-রাশিয়া বন্ধুত্বের প্রশংসায় শি-পুতিন

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ বাদশাহ সালমানের

যৌন নিপীড়ন নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

রমজান মাসে শান্তি রক্ষার আলোচনায় মিসরে ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা

ভারতে ২১ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, রোমানিয়ার ভিসাযোগের ধারণা বিএসএফের
