বরগুনায় নিখোঁজ নারীর লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২২, ১৫:২৩
অ- অ+

বরগুনায় নিখোঁজের একদিন পর মাটি খুঁড়ে রওশনারা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতক এলাকায় মাটির গর্ত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রওশনারা একই এলাকার মৃত জয়নুদ্দিনের স্ত্রী।

এদিকে, ওই নারীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হারুনের বিরুদ্ধে। হারুন বর্তমানে পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

তিনি জানান, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে সরকারের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মাটি খুঁড়ে এক নারীর মরদেহ উদ্ধার করে।

মৃতের ছেলে জব্বার হাওলাদার জানান, তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা হারুনকে সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার রাতে হারুনের সঙ্গে তার মা রওশনারার তর্ক হয়। একপর্যায়ে হারুন রওশনারাকে হুমকি দেন।

পরে ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওশনারা। একইসঙ্গে ওই রাত থেকেই লাপাত্তা হন হারুন।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা