মুক্ত গণমাধ্যম নিয়ে সম্পাদক পরিষদের আলোচনা ১৪ মে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ। আগামী ১৪ মে (শনিবার) বেলা ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সভা হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সম্পাদক পরিষদ। সভায় সভাপতিত্ব করবেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি একে আজাদ, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সহ-সভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ সমর্থিত বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বিএনপি সমর্থিত বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, আওয়ামী লীগ সমর্থিত ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বিএনপি সমর্থিত ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।
প্রতি বছরের মতো এবারও ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ’ বা ‘ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা’। ডিজিটাল নজরদারি ও আক্রমণের মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবিলা করছে সে বিষয়টিকে প্রাধান্য দিয়েই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।
(ঢাকাটাইমস/০৮মে/কেএম)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড: তিন বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার চিন্তা

আমাদের সময় ছাড়লেন মিজান মালিক

জাতীয় সাংবাদিক ঐক্যের আত্মপ্রকাশ

সাংবাদিক মুজাহিদের মামির মৃত্যুতে ঢাকা টাইমস পরিবারের শোক

নুরজাহানের পাশে দাঁড়াল ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম

তামাকপণ্যের দাম আরও বাড়ানোর দাবি

ক্ষমতায় এলে সংবাদপত্রের ‘কালো আইন’ বাতিলের ঘোষণা ফখরুলের

সাংবাদিকদের জরিমানার আইনের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

কুমিল্লায় একাত্তর টিভির গাড়ি ভাঙচুর
