চকবাজারে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৩:০৫
অ- অ+

রাজধানীর চকবাজারের আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় খোরশেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ফুটপাতে খিচুড়ি বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার জানান, চকবাজারের আলীঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন খোরশেদ। এ সময় শাহ আলম নামে এক অটোচালক খোরশেদের ওপর গাড়ি উঠিয়ে দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ওই চালকের গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‘শাহ আলম এখন পুলিশ হেফাজতে রয়েছে। তার গাড়িটিও জব্দ করা হয়েছে।’ জানান পুলিশের এই উপ-পরিদর্শক।

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কান্দারহাট গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘চকবাজার এলাকা থেকে আহত একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৩মে/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা