জ্বরে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় মৃত্যু ২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ১১:৫৪| আপডেট : ১৪ মে ২০২২, ১৪:০৩
অ- অ+

উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ ছাড়া নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪৪০ জনের বেশি মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে, মৃতদের কতজন করোনার অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন তা জানায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

গত সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো দেশটিতে এক নাগরিকের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায়। গত বৃহস্পতিবার দেশজুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়। পরের দিন শুক্রবার করোনায় প্রথম রোগী শনাক্তের কথা জানায় দেশটির সংবাদমাধ্যমগুলো।

গত মাসের শেষদিকে দেশটিতে ছড়িয়ে পড়া জ্বরে পাঁচ লাখ ২৪ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৬৩০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই লাখ ৮০ হাজার ৮১৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কতজন অমিক্রনে আক্রান্ত হয়েছেন তা নিয়ে কাজ করছেন দেশটির চিকিৎসকরা।

শনিবার করোনা মোকাবেলার উদ্দেশ্য দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দেশটির নেতা কিম জং উন। বর্তমান পরিস্থিতিকে দেশটির ইতিহাসে ‘মারাত্মক অশান্তি’ বলে তিনি উল্লেখ করেন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়লে এর ফলাফল ভয়াবহ হবে। কারণ প্রায় আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে অধিকাংশ নাগরিক করোনার টিকা গ্রহণ করেননি। এ ছাড়া, দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও অনুন্নত।

গত রবিবার জ্বরে আক্রান্ত এক রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে করোনার ধরন অমিক্রনের উপস্থিতি পাওয়া যায়। স্থানীয় সময় শনিবার পর্যন্ত অমিক্রনে ১ জন মারা যাওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

(ঢাকাটাইমস/১৪মে/ আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা