রাজশাহী মেডিকেলে করোনা ইউনিট বন্ধ ঘোষণা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ২৩:০৩
অ- অ+

রাজশাহী করোনামুক্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিট। চলতি মাসে রাজশাহীতে করোনা আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। ফলে শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসায় চালুকৃত ‘করোনা ইউনিট’। শনিবার রাত্রে ঢাকাটাইমসকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনা মহামারিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে রেকর্ডসংখ্যক ২৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২১ সালের ১৪ জুলাই ২৪ ঘণ্টায় ওই মৃত্যু হয়েছিল। একই সালের ২৮ জুনও মৃত্যু ছিল ২৫ জন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মৃত্যুবরণ করেছিলেন। বাকি চারজন শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তারা করোনা নেগেটিভ ছিলেন।

ওই দিন মারা যাওয়া ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন, নাটোরের তিন, নওগাঁর দুই, পাবনার তিন, কুষ্টিয়ার একজন এবং যশোরের একজন রোগী ছিলেন। ওই বছরের জুন মাসে করোনা ইউনিটে মোট ৩৫৪ জন মৃত্যুবরণ করেছিলেন।

রাজশাহীতে মেডিকেলে ২০২১ সালের মাঝামাঝিতে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ ছিল। হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা দাঁড়িয়েছিল ৪৫৪ টিরও বেশি। তবে হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুনের বেশি রোগীকে চিকিৎসা দেয়া হয়েছিল। করোনা ইউনিটের প্রতিটি ওয়ার্ডের মেঝে ও বারান্দা কাণায় কাণায় পূর্ণ ছিল। প্রতিদিনই ছিল করোনায় মৃত রোগীর স্বজনদের আহাজারি।

এ বছরের শুরু থেকেই করোনায় মৃত্যু ও সংক্রমণ নিম্নমুখী হতে থাকে। মে মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্রা ৩ থেকে ৬ জন। সংক্রমণের সংখ্যা মাসের প্রথম থেকেই শূন্য। শুক্রবার সংক্রমণ ও মৃত্যু দুটিই শূন্য।

২০২০ সালের মার্চের দিকে এই হাসপাতালে করোনা পরিস্থিতি বিবেচনায় বিশেষায়িত ‘করোনা ইউনিট’ তৈরি করা হয়েছিল। দীর্ঘ দু’বছরে সকলের তিক্ত অভিজ্ঞতার অবসানে করোনামুক্ত হলো রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনাকালের লোমহর্ষক সেই মৃত্যুর দৃশ্য এখন আর নেই। সে সময় করোনা আক্রান্ত রোগীর কষ্ট এবং স্বজন হারানোর আহাজারি ছিল নিত্যদিনের বিষয়। মাত্র ২০ শয্যার আইসিইউ আর শতাধিক রোগীর অপেক্ষার প্রহর। মহামারি পরিস্থিতির সেই টালমাটাল জনজীবন এখন স্বাভাবিক।

তিনি জানান, শুক্রবার মেডিকেলের করোনা ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মাত্র দু’তিনজন করোনার লক্ষণ নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ মে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আপাতত এখন রোগী নেই। তবে যদি দুজন রোগী করোনার লক্ষণ নিয়ে আসেন তাদের রাজশাহী সংক্রামক ব্যধি হাসপাতাল (আইডিএইচ) এ পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৪মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা