মানিকগঞ্জে সাড়ে চার লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৭:২৪
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ ও হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জয়মন্টপ গ্রামের মনির বেপারী (২৫), কাস্তা গ্রামের সুলতান (৩৪), কালিয়াকৈর গ্রামের আব্দুল রাজ্জাক (৩৩), জামালপুর গ্রামের বাহাদুর মিয়া (৩১) এবং সদর উপজেলার পূর্ব দাশড়ার রাজ আহম্মেদ রাজিব (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় সিংগাইরের জয়মন্টপ গ্রামে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ৯টার দিকে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে বাইমাইল এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ সুলতান ও রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। অপর একটি অভিযানিক দল রাত ১০টার দিকে বাইমাইল গ্রামের ঈদগা মাঠ সংলগ্ন পুকুরপাড় থেকে ১১ গ্রাম হেরোইনসহ রাজিব ও বাহাদুরকে গ্রেপ্তার করে।

ওসি নজরুল ইসলাম জানান, তিন অভিযানে ৪০ লিটার দেশীয় চোলাই মদ ও ৪৩ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
সাবেক রাষ্ট্রপতি পালিয়েছে, ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা