ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ২২:০৬
অ- অ+

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজলের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কে একদল দুর্বৃত্ত তার ব্যবসাপ্রতিষ্ঠান কিংশুক বিপনীতে ভাঙচুর চালায় ও পিকআপ ভাঙচুর করে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করেন, আমি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ ভাঙচুর চালানো হয়েছে। আমার জীবননাশেরও আশঙ্কা আছে।

তিনি বলেন, আমার বাবা মুছা মিয়া একজন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। আমাদের পরিবারে গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি নির্বাচন থেকে পিছ পা হব না।

এ বিষয়ে সদরের ওসি শেখ সোহেল রানা বলেন, পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক বলেন, কে বা কারা ঘটিয়েছে- এ বিষয়ে আমি কিছুই জানি না।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা