পাখি ধরতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ২০:৩৬
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, পাখি ধরতে বিদ্যুতের লাইনের পাশের একটি গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলু আলার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই এলাকার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বন্ধুদের সাথে খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হয় জিহাদ। সন্ধ্যায় বাড়ির পাশের একটি গাছে পাখি ধরতে উঠে জিহাদ। পাখি ধরার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান লাইনের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় জিহাদ। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা