রাজশাহীতে পুলিশ বক্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রাজশাহীতে লক্ষীপুর ও কাশিয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার পুলিশ বক্স দুটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
উদ্বোধন শেষে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরবাসীকে ট্রাফিক সেবার মান বৃদ্ধি করতে শহরের দুটি পয়েন্টে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হলো। এই বক্সে সবসময় পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন, ফলে শহরের নিরাপত্তা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অর্নিবান চাকমা, মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

মন্তব্য করুন