যুবদলের ব্যানারে ছাত্রলীগের স্লোগান!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ২০:৪৭
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বিতর্কিত হয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি। এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তার প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের হয়ে ছাত্রলীগের স্লোগান সংবলিত ব্যানারটি পোস্ট করলে তা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম চৌধুরী তার ফেসবুকে ওই ব্যানারটির ছবি শেয়ার করে মন্তব্য করেন, "শিক্ষা-শান্তি-প্রগতি এটা আবার কবে বিএনপির স্লোগান হইলো। আমি যতদুর জানি এটা ছাত্রলীগের স্লোগান। "

তবে উপজলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি বলেন, ব্যানারটি আমি বানাইনি। এটা ফেসবুক থেকে সংগ্রহ করে আমি আমার আইডিতে দিয়েছি। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা