মুন্সিগঞ্জে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৭:২৭| আপডেট : ২৬ মে ২০২২, ১৭:২৯
অ- অ+

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে অবৈধ মজুদকৃত ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারের অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের সাইদ ও সেলিম স্টোর নামে দুটি প্রতিষ্ঠান থেকে এসব তেল উদ্ধার করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুদ ও গায়ের মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজার নিয়ন্ত্রণে শ্রীনগর কোলাপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেলিম স্টোর থেকে ২২শ লিটার ও সাঈদ স্টোর থেকে প্রায় ১৮শ লিটার অবৈধ মজুদকৃত তেল উদ্ধার করা হয়। মজুদ রেখে গায়ের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে উদ্ধারকৃত সয়াবিন তেল নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

(ঢাকাটাইমস/২৬মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা