টেক্সাসে গুলিতে নিহত স্ত্রীর শোকে স্বামীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষকসহ মোট ২১ জন প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের গুলিতে এক শিক্ষিকার মৃত্যুর দুইদিনের মাথায় শোকে মারা গেছেন তার স্বামী।
শুক্রবার (২৭মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, গুলিতে নিহত ওই শিক্ষিকার নাম ইরমা গার্সিয়া। গত ২৩ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করতেন তিনি। তার মৃত্যুর দুইদিনের মাথায় হার্ট অ্যাটাকে মারা যান তার স্বামী জো গার্সিয়া।
এক টুইট বার্তায় ইরাম গার্সিয়ার এক ভাগ্নে জন মার্টিনেজ বলেন, জো গার্সিয়া তার স্ত্রীর মৃত্যুতে ‘শোকের কারণে মারা গেছেন’।
স্কুলে বন্দুক হামলার পর জন মার্টিনেজ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, ইরাম গার্সিয়া তার ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত বাচ্চাদের কোলে জড়িয়ে রেখেছিলেন’ এবং এই অবস্থায়ই তাকে মৃত উদ্ধার করেন কর্মকর্তারা।
তিনি আরও বলেন, ‘তিনি (ইরাম) তার শ্রেণীকক্ষে বাচ্চাদের রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি একজন নায়ক ছিলেন।’
ইরাম গার্সিয়া ছাড়াও আরেকজন শিক্ষকের নাম ইভা মিরেলেস। গত পাঁচ বছর ধরে তারা একসঙ্গে শিক্ষকতা করছিলেন।
(ঢাকাটাইমস/২৭মে/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

লেবাননে বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

ইরানের এক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প
