‘বাংলাদেশের সহযোগিতা না পেলে বিচ্ছিন্নতাবাদীদের দমন সম্ভব হতো না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০২২, ১৪:৫৮ | প্রকাশিত : ২৮ মে ২০২২, ১৪:২৪

বাংলাদেশের সহযোগিতা না পেলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দমন করা সম্ভব হতো না বলে মন্তব্য করছেন ভারতের পূর্বরাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বিশেষ করে রাজ্যটির ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম তথা উলফাকে দমনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিজেপির এই মুখ্যমন্ত্রী।

আসামের রাজধানী গুয়াহাটির একটি পাঁচ তারকা হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় শুক্রবার সন্ধ্যায়। সেসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কঠোর ভূমিকার কারণে আসামসহ উত্তর-পূর্ব ভারত এখন অনেকটাই নিরাপত্তা ঝুঁকিমুক্ত।

তিন দশকের বেশি সময় ধরে আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসা উলফাকে ১৯৯০ সালে নিষিদ্ধ করে ভারত সরকার। ২০০৪ সালে বাংলাদেশের চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০ ট্রাক অস্ত্র মামলায় উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের রায় হয়। উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে ছিলেন। ২০১৫ সালের নভেম্বরে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। সেসময় তার দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।

এর আগে ২০০৯ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সীমান্ত থেকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, চিত্রবন হাজারিকা, শশধর চৌধুরীসহ আটজন নেতাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের এমন সহযোগিতার কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এখন অনেকটাই নিরাপত্তা ঝুঁকিমুক্ত বলে দেশটির রাজনীতিবিদ ও প্রশাসন জানাচ্ছে।

(ঢাকাটাইমস/২৮মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড

ইরান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ২ সেনা নিহত

ইউক্রেন আরও ৩০ কোটি ডলার সহায়তার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :