হবিগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মেহেদীপুর গ্রামে পুকুরে ডুবে কাকন দাস নামে ৭ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পার্শ্ববর্তী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাকন মেহেদীপুর গ্রামের জয়কুমার দাসের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
কাকনের ভাই সুবোধ চন্দ্র দাস জানান, সকালে মাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় কাকন। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কিন্তু কোনো সন্ধান মেলেনি। দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে কাকনকে ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ডাকাটাইমস/২৮মে/এলএ)

মন্তব্য করুন