বিএনপির অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২২, ১৩:৫৪| আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:০৮
অ- অ+
ফাইল ছবি

বিএনপির সব অপপ্রচারের জবাব আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।’

পরে দিবসটি উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা হয়। সেখানে ওবায়দুল কাদের বলেন, বাঙালি স্বাধিকার আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাইলফলকের নাম হচ্ছে ৭ মার্চ ও ছয় দফা।

কাদের বলেন, বাংলাদেশের বাঙালিকে মুক্তি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা উত্থাপন করেছিলেন। এই ছয় দফার উপর ভিত্তি করেই বাংলাদেশের সাধারণ মানুষ নিজের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একত্রিত হয়েছিল। বঙ্গবন্ধু পরিকল্পনা করেছেন কিভাবে ধাপে ধাপে বাঙালিদের পাকিস্তানি ধারা থেকে মুক্ত করা যায়। এই ছয় দফা সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার সময় বাংলাদেশকে দেখার মতো কেউ ছিল না। এসময় বঙ্গবন্ধু গভীরভাবে অনুধাবন করলেন যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যায় না এবং স্বাধীনতা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এই থেকে শুরু হয়ে অধিকার আন্দোলনের জন্য। স্বাধিকার আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাইলফলক নাম হচ্ছে ৭ মার্চ ও ছয় দফা দফা। এ দেশে স্বাধীনতার জন্য যত আন্দোলন-সংগ্রাম হয়েছে সব আন্দোলন সংগ্রামের মাইলফলকের একমাত্র নাম বঙ্গবন্ধু। ছয় দফা রচনা করেই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু।

ছয় দফা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক,আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিকুল ইসলাম নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিটার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সায়েম খানসহ অনেকেই।

(ঢাকাটাইমস/০৭জুন/এফএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা