হাত-পা বেঁধে সন্তানকে কড়া রোদের মধ্যে শুইয়ে রাখলেন মা কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২২, ১৩:২৫
অ- অ+

ভারতের দিল্লিতে স্কুলের বাড়ির কাজ (হোমওয়ার্ক) না করার শাস্তি হিসেবে এক নারী হাত-পা বেঁধে নিজ সন্তানকে কড়া রোদের মধ্যে ছাদে শুইয়ে রাখেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে।

এনডিটিভি জানায়, পাঁচ বছরের ওই শিশুকে হাত-পা বেঁধে উত্তপ্ত রোদের মধ্যে ছাদে শুইয়ে রাখা হয়। শিশুটি গরম সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। গতকাল বুধবার ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশ ঘটনাস্থল খুঁজে বের করার চেষ্টা করে। শুরুতে পুলিশের ঘটনাস্থল খুঁজে পেতে কষ্ট হলেও পরে নির্দিষ্ট বাড়ির সন্ধান পায়।

দিল্লি পুলিশ শিশুটির মাকে আটক করেছে।

পুলিশের নিকট অভিযুক্ত নারী বলেন, তার সন্তান স্কুলের হোমওয়ার্ক না করায় শাস্তি হিসেবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তাকে ছাদে শুইয়ে রেখেছিলেন।

দিল্লি পুলিশ এক টুইট বার্তায় জানায়, অভিযুক্ত নারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৯জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা