ইউক্রেন যুদ্ধ: সতর্ক করেছিলেন বাইডেন, শুনেননি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২২, ১৭:০১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ হামলার বিষয়ে সতর্ক করা হলেও তা শুনতে চাননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, লস অ্যাঞ্জেলসে ডেমোক্র্যাটিক দলের অর্থতোলার একটি অনুষ্ঠানে বক্তব্য দেন বাইডেন।

বাইডেন বলেন, বর্তমানে তার কথা শুনলে অনেক মানুষ ভাববে তিনি ‘অতিরঞ্জিত’ করছেন।

বাইডেনের দাবি, তার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে পারে।

রুশ হামলার বিষয়ে তাদের কোন সন্দেহ ছিল না। কিন্তু রুশ হামলা সম্পর্কে শুনতে অনিচ্ছুক ছিলেন জেলেনস্কি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করতে বলে দাবি করেছিল। সেসময় ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু আকস্মিকভাবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন।

(ঢাকাটাইমস/১১জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :