কুমিল্লায় একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুন ২০২২, ১১:৩৩ | প্রকাশিত : ১৪ জুন ২০২২, ১০:০৮

কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে আসা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, ‘আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে। এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।’

কেন ভাঙচুর করা হতে পারে- জানতে চাইলে তানিয়া বলেন, ‘ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ‘ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এ বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১৪জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :