কুমিল্লায় একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২২, ১০:০৮| আপডেট : ১৪ জুন ২০২২, ১১:৩৩
অ- অ+

কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে আসা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান বলেন, ‘আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে। এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।’

কেন ভাঙচুর করা হতে পারে- জানতে চাইলে তানিয়া বলেন, ‘ইলেকশনের আগে কেন এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, ‘ঘটনা যেটা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এ বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১৪জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু
পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলি: র‌্যাবের অভিযানে আরও ৫ আসামি গ্রেপ্তার
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা