মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ২১:৪৭
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট হাতে পান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন বলেন, মহাসচিবের কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে। উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশন থেকে মির্জা ফখরুল চিকিৎসা নেবেন বলে জানান তিনি।

স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন মির্জা ফখরুল।

এর আগে ২০২২ সালের ১১ জানুয়ারি মির্জা ফখরুল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন বাসায় চিকিৎসা নিয়ে সেরে উঠেছিলেন বিএনপি মহাসচিব।

উত্তরার বাসায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা থাকেন। তবে রাহাত আরা সুস্থ আছেন। করোনা থেকে আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে মির্জা ফখরুল দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা