পাঁচবিবি পৌর নির্বাচনে নৌকার মাঝি হাবিব

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ২০:২৪
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রতীক নৌকা মার্কা পেলেন সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব। তিনি উপজেলা আ.লীগের সহ-সভাপতির পদে আছেন। আগামী ২৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতীক নৌকা পাওয়ায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিছির উদ্দিন মন্ডল দেশরত্ন শেখ হাসিনা ও হাবিবকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এছাড়া সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ, পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু ও পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদসহ অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাবিককে শুভেচ্ছা ও ধন্যবাদ দেন।

গত ১৩ জুন পৌর আ.লীগ বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে ১৬ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা পাঠায়। প্রার্থীর রাজনৈতিক জীবনকাহিনী বিশ্লেষণ শেষে রবিবার বিকালে নামের তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। নির্বাচন হবে ইলেকট্রিক মেশিনে (ইভিএম) পদ্ধতিতে।

(ঢাকাটাইমস/২৬জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
অভিষেকেই রেকর্ডবই ওলটপালট মুল্ডার, টেস্টে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস
চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীমকে মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, বরিশালে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা