পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার সেই যুবক সাতদিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৮:৪০
অ- অ+

পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকালে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। এর আগে রবিবার রাতে সিআইডি বাদী হয়ে বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এর আগে রবিবার বিকালে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, ‘পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা মনে করছি, বায়েজিদ ছাড়াও এই ঘটনায় তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছে।’

টিকটক ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুইটি নাট খুলছেন। এই নাট দুইটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হাতে নেন এবং আবার বাম হাতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন—‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’এসময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’

জানা গেছে, ঢাকা কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে চাকরিতে প্রবেশের চেষ্টা করছিলেন বায়েজিদ। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। পরিবারের সঙ্গে শান্তিনগর এলাকায় থাকতেন।

সিআইডির পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, ‘আদালত সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করার পর বায়েজিদকে মঙ্গলবার সিআইডি হেফাজতে নেওয়া হবে। মামলাটি তদন্তে পুলিশ সদরদপ্তর থেকে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সাইবার ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করছে।’

(ঢাকাটাইমস/২৭মে/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা