দাফনের এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ২০:৫৬
অ- অ+

জামালপুর সদর উপজেলার শরিফপুরের রণরামপুর থেকে ঘটনার এক বছর পর কবর থেকে শাহজামাল (৩৪) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হলো।

তিনি রনরামপুর খাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র।

সোমবার দুপুরে পারিবারিক গোরস্থান থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এমামুল হকের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

মামলা এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রনরামপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহজামাল (৩৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে

মারা যায়। তার মাত্র ২৭ দিন আগে মৃত শাহজামালের সহোদরা সীমা (২৮) একইভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

সরেজমিনে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, মৃত শাহ জামালের স্ত্রী চামেলীর (৩০) সাথে অবৈধ সম্পর্ক ছিল মৃত সীমার স্বামী মোস্তাফিজুর রহমানের। শাহ জামাল আর তার বোন সীমার মৃত্যুর অল্প কিছুদিন পরেই অভিযুক্ত মোস্তাফিজুর এবং চামেলি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে।

নিহত ভাই শাহ জামালের দুই কন্যা এবং নিহত সীমার এক ছেলে এক মেয়ে চরম অশান্তির মধ্যে পড়েছে বলে জানিয়েছে শাহ জামালের আত্মীয়রা। ঘটনার প্রায় ১ বছর পরে এসে গত ১৬ জুন জামালপুর সদর থানায় এ সংক্রান্ত একটা হত্যা মামলা করে নিহতের পিতা ইউসুফ আলী।

মামলার এজাহারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য অথবা কীটনাশক পান করিয়ে শাহ জামালকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয় সিআর আমলি আদালত জামালপুর।

মামলায় মোস্তাফিজুর রহমান, চামেলি এবং চামেলির পিতামাতা এবং চামেলির এক বোনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাসুদ জানান, আসামিরা পলাতক আছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা