পদ্মা সেতুতে চুমু খেলেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৪:৪৭| আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:২৭
অ- অ+

পদ্মা সেতুতে চুমু খেলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু। চুম্বনের ছবি সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে ইকবাল হোসেন অপুর সঙ্গে সড়কে চুম্বন খান তার কর্মী আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মুজাফফর জমাদ্দার ও আরেকজন। এসময় পেছনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আমার গাড়িটি যথন পদ্মা সেতুর ওপরে যায়, তখন আমি গাড়িটি থামিয়ে আবেগে আপ্লুত হয়ে যাই। আমি তখন আমার মাথা অবনত করে আমাদের মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেছি। মোনাজাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের প্রধানমন্ত্রী যেন হাজার বছর বেঁচে থাকেন। এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে রূপান্তরিত করতে পারেন এবং জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী, রক্তের উত্তরসুরী, আদর্শের উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছি।’

(ঢাকাটাইমস/২৮ জুন/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা