পেঁয়াজ ইন্ডাস্ট্রির প্রতিবেদন নিয়ে প্রতিযোগিতা কমিশনের ভ্যালিডেশন সেমিনার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৮:২০
অ- অ+

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে সোমবার ‘পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা মূল্যায়ন প্রতিবেদন’ সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের ভ্যালিডেশন সেমিনার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম।সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের বিজ্ঞ সদস্য নাসরিন বেগম।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্য জি. এম. সালেহ উদ্দিন, ড. এফ এম মনজুর কাদির, কমিশনের উপদেষ্টা খালেদ আবু নাছের, মো. ওয়াহিদুজ্জামান, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জুবাইর হোসেন বাবলু, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, ওমর মো. ইমরুল মহসিন, পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ড. সৈয়দ মো. রফিকুল আমিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজী আব্দুল হান্নান, সম্পাদক, ভোক্তা কণ্ঠ, ক্যাব, হাজী মো. মাজেদ, সহসভাপতি, শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতি, মোনালিসা পারভীন, সহকারী কার্যনির্বাহী, টি.সি.বি, আবু বকর সিদ্দিক, ম্যানেজার, হাফিজ কর্পোরেশন এবং কমিশনের অন্যান্য কর্মকর্তারা ।

পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা সংক্রান্ত সার্বিক বিষয়ে সেমিনারে পর্যালোচনা করা হয়। সেমিনারে বাংলাদেশের পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা সংক্রান্ত চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন কমিশন কতৃর্ক পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত সমীক্ষা দল-৬ এর আহবায়ক ও কমিশনের উপপরিচালক মো. জসিম উদদীন এবং সমীক্ষা দল ৬ এর সদস্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেল।– বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৮জুন/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা