চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির বড় বাঘডাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৭:১৯
অ- অ+

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রাম থেকে বিরল প্রজাতির বড় বাঘডাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেলগাছি গ্রামের দক্ষিণপাড়ার আলী জোয়ার্দ্দারের বাড়ি থেকে বাঘডাশটি উদ্ধার করেন পরিবেশবাদী ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ। রাতেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের উপস্থিতিতে বাঘডাশটি অবমুক্ত করেন তিনি।

বাড়ির মালিক আলী জোয়ার্দ্দার বলেন, রাতে পোষা কুকুরের তাড়া খেয়ে আমার বাড়ির বেঁড়ার মধ্যে আটকা পড়ে বিরল এই বড় বাঘডাশটি। অপরিচিত প্রাণী হওয়ায় দ্রুত পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা স্কুল শিক্ষক বখতিয়ার হামিদকে জানানো হয়। পরে সংগঠনের সদস্যদের সহযোগিতায় বখতিয়ার হামিদ প্রাণীটাকে আটক করে জেলা বন বিভাগকে অবগত করে। পরে বেলগাছি গ্রামের কুমুরগাড়ী মাঠে উপযুক্ত পরিবেশে রাতেই অবমুক্ত করা হয়।

পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ বলেন, পোষা কুকুরের তাড়া খেয়ে বাড়ির বেড়ার মধ্যে আটকে পড়ে। আমরা গিয়ে সেটাকে উদ্ধার করি। বিরল বড় বাঘডাশ চুয়াডাঙ্গায় আগে কখনো দেখিনি আমি। সুনামগঞ্জ, সিলেটসহ কয়েকটি অঞ্চলে এগুলোর দেখা পাওয়া যায়।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা