অধিনায়ক হয়েই টি-টোয়েন্টিতে ফিরছেন রোহিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৬:৪২
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যায় রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি পেসার জাস্প্রিত বুমরাহ। তবে টেস্ট না খেলতে পারলেও অধিনায়ক হয়েই প্রথম টি-টোয়েন্টিতে ফিরছেন রোহিত।

পঞ্চম টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে সফররত ভারত। আসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্কোয়াড ঘোষণা করে। সেখোনে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের স্কোয়াডে রোহিত রাখা হয়েছে।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে খেলার কথা ছিল রোহিতের। দ্রুত সুস্থ হয়ে উঠায় ও নিজেকে ফিট বলে মনে করার কারণে তাকে প্রথম টি-টোয়েন্টি থেকেই সুযোগ দেয়া হয়েছে। এদিকে কোহলি, পান্ত, বুমরা ও আয়াররা দ্বিতীয় টি-টোয়েন্টিতেই দলের সঙ্গে যোগ দেবেন।

আর সবচেয়ে অবাক করা বিষয় হলো টি-টোয়েন্টি দলে সুযোগ হয়নি মোহাম্মদ শামির। অথচ এবারের আইপিএল গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শামি। আর দলের হয়ে সর্বোচ্চ উইকেটও শিকার করেন ডানহাতি এই পেসার।

(ঢাকাটাইমস/০১জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা