পুত্র-কন্যাসহ পদ্মা সেতু দিয়ে প্রথম টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১১:০৩| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৫:৩৪
অ- অ+

পদ্মা সেতু হয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এটাই তার সেতু দিয়ে প্রথম টুঙ্গিপাড়া সফর।

সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন। তারপর সেতুতে যাত্রা শুরু করেন।

জানা গেছে, টোল প্লাজায় টোল দিয়ে সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে সন্তানদের নিয়ে গাড়ি থামিয়ে কিছু সময় পার করেন তিনি। সেখানে কিছু সময় কাটিয়ে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে যান তিনি। সেতু পার হওয়ার সময় গাড়ি থেকে নেমে বেশ কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

(ঢাকাটাইমস/০৪জুলাই/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা