ভারতের হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১৩:০২| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩:৩৩
অ- অ+

ভারতের হিমাচল প্রদেশে একটি বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় বাস দুর্ঘটনাটি ঘটে। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থলটি জেলা হেডকোয়ার্টার থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

এ ছাড়া দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেন তিনি।

(ঢাকাটাইমস/০৪জুলাই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা