ফের ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:১৮ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৬:১৮

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সময় ওই যুবক নিহত হয়। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে। তারা জানিয়েছে নিহত ওই যুবকের নাম রফিক রিয়াদ ঘানাম। যুবকটি বুধবার ভোরে জেনিনের দক্ষিণে জাবা শহরে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে।

সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ঘানামের বয়স ২০ বছর।

ঘানাম আহত অবস্থায় ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। তাদের কাছে হেফাজতে থাকার কিছুক্ষণ পরেই মারা যায় সে। তার মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডটির মতো চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর ক্রমাগত মৃত্যুদণ্ড এবং তাদের মৃতদেহ আটকে রাখার পাশাপাশি অনেক নাগরিককে গ্রেপ্তার ও নির্যাতনের আলোকে এসেছে। অনেকে আহত হয়েছে।

বুধবার ভোরে ইসরায়েলি বাহিনী জাবাতে অভিযান চালানোর পর সংঘর্ষ শুরু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলিতে প্রায়-প্রতিদিন সামরিক অভিযান এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। যার ফলে প্রায়শই ফিলিস্তিনিরা আহত বা নিহত হয়।

রামাল্লার নিকটবর্তী সিলওয়াদ শহর থেকে ৩০ জনসহ বুধবার রাতে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৪২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

সেনাবাহিনী গত কয়েক মাস ধরে জেনিন এলাকায় তাদের অভিযান জোরদার করেছে।

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহসহ ইসরায়েলি বাহিনীর দ্বারা ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল জুড়ে মার্চের শেষ থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনি ব্যক্তিদের হামলায় ইসরায়েলে ১৯ জন নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :