রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২২, ১৮:২৪
অ- অ+

নওগাঁর রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া গ্রামের নান্নু মুন্সির ছেলে মিলন (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও রেজাউলের ছেলে রেহেল ব্যাপারী (৩০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ-উল আজহা উপলক্ষে বুধবার বিকালে উপজেলার আবাদপুকুর পশুর হাট চলছিল। এ সময় পকেটমার চক্রের কয়েকজন সদস্য কুরবানির পশুর ক্রেতা ৩ জনের পটেক থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মেরে নেয়। এমতাবস্থায় স্থানীয়রা তিনজন পকেটমার মিলন, আব্দুর রাজ্জাক ও রেহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একজন ভুক্তভোগী পকেটমার চক্রের তিন সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে এবং ভুক্তভোগীদের টাকাগুলো উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুরাদনগরে মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা