সাত অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২২, ২০:৩৩
অ- অ+

প্রশাসনে অতিরিক্ত সচিব পদ মর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীনকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী সদস্য, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) ড. মো. জাহাঙ্গীর আলমকে সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শশাংক শেখর ভৌমিককে ভূমি বোর্ডের সদস্য, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মো. মতিয়ার রহমানকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আছমা আক্তার জাহানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত ড. মো. এনামুল হককে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্য সেবা বিভাগের ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা