সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৪

সিরাজগঞ্জের তাড়াশের ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনাকবলিত অপর ট্রাকের চালক ছিলেন।
এর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে তাকে ঘটনাস্থল সংলগ্ন ওহী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠালে রাস্তাতেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওহী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
নিহত ট্রাকচালকের বাড়ি নাটোর সদরে জানা গেলেও তার বাকি নাম পরিচয় জানা যায়নি।
ওহী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম বলেন, তাকে গুরুতর আহত অবস্থায় ওহী জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদিকে তার অবস্থা আরো খারাপ হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে জানা যায় তার বাড়ি নাটোরে তাই নাটোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে কিছুদূর যাওয়ার পরেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স চালক নিহতের মরদেহ নিয়ে ওহী জেনারেল হাসপাতালে ফেরত আসেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, পরে আর কেউ মারা গেছে কিনা বিষয়টি আমি এখনো জানি না। তবে এখনই খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।
তিনি ঘটনার বিবরণে বলেন, আরপি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন। যেতে ভুল লেনে গিয়ে একটি দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সেই বাসটি দাঁড়ানো ট্রাকসহ গিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
এর আগে, শনিবার দুপুর পৌনে দুইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও আহত হন আরও ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এআর)

মন্তব্য করুন