রাজবাড়ীতে গরু ব্যবসায়ীকে হত্যা, আটক ২

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২২, ২২:১৪
অ- অ+

নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীতে হাবিবুর রহমান খান (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিদ্দিক মন্ডল (৬১) ও তার স্ত্রী নার্গিসকে আটক করে কালুখালী পুলিশ।

কালুখালিথানার ওসি নাজমুল হাসান বলেন, ‘গত বৃহস্পতিবার গরু ব্যবসায়ী তার বাগদুলির বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না এলে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।’

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিদ্দিক মন্ডল ও তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা