জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের কুইজ প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২২, ১৯:৩৬
অ- অ+

দেশব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টার দিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬৮টি স্কুল ও কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রতিযোগিতাটির সার্বিক নির্দেশনা দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, তার সংগ্রামী রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ সৃষ্টি করে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করে বলে, এ প্রতিযোগিতার মাধ্যমে তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পেরেছে, যা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে তাদের জানার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

আগামী ২৯ জুলাই রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকার পুলিশ ইউনিটগুলোতে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের অংশগ্রহণে আরো একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উভয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

এছাড়া বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ নাট্যদল পরিবেশিত 'অভিশপ্ত আগস্ট' নাটক মঞ্চায়ন হচ্ছে, যা পুরো আগস্ট মাস চলবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের দিকে তাকিয়ে ইশরাক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত থাকবেন রাজপথে
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হবে
ইশরাক সমর্থকদের যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত
ঈদে ট্রেনযাত্রা: আজ ১ জুনের আগাম টিকিট বিক্রি চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা