জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের কুইজ প্রতিযোগিতা

দেশব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টার দিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬৮টি স্কুল ও কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রতিযোগিতাটির সার্বিক নির্দেশনা দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, তার সংগ্রামী রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ সৃষ্টি করে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করে বলে, এ প্রতিযোগিতার মাধ্যমে তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পেরেছে, যা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে তাদের জানার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
আগামী ২৯ জুলাই রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকার পুলিশ ইউনিটগুলোতে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের অংশগ্রহণে আরো একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উভয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়া বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ নাট্যদল পরিবেশিত 'অভিশপ্ত আগস্ট' নাটক মঞ্চায়ন হচ্ছে, যা পুরো আগস্ট মাস চলবে।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/কেএম)

মন্তব্য করুন