কানাডার বেগম পাড়ায় যাদের বাড়ি তারা সরকারের লোক: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৩০ | প্রকাশিত : ৩১ জুলাই ২০২২, ১৪:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কানাডার বেগম পাড়ায় যাদের বাড়ি তারা সরকারের লোক। যারা দেশকে ফোকলা করেছে তারাও সরকারের মানুষ।’

রবিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘সারাদিনে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ পায়। গ্রামের অবস্থা খুব খারাপ। জ্বালানির অভাবে সার কারখানা বন্ধ করছে। ফাঁপা বেলুনের উন্নয়নের পরিবর্তে টেকসই উন্নয়ন চাইলে সরকারের পরিবর্তন করতে হবে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে সরকার ভোট চুরি করতে ইভিএমের নামে কারচুপি করতে চায়। নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের কাছে দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, নিজের স্বার্থে কাজ করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আট বছরের যে বাজেট তার চেয়ে বেশি বিদ্যুৎ খাতে ব্যয় করেছে সরকার। এতদিন বলেছে বিদ্যুৎ রপ্তানি করবে এখন আমদানি করতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করেছে। যারা এখনও উৎপাদনেই যায়নি, তাদেরকে টাকা দিয়ে দেয়া হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা কিছু ব্যক্তিকে দেয়া হচ্ছে।’

মানিলন্ডারিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে, যারা কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে তারা সরকারের লোক। যারা দেশকে ফোকলা করেছে তারাও সরকারের লোক।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরীসহ জেলা নেতারা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :