জনির কাছে মামলায় হেরে এ কী করুণ দশা অ্যাম্বারের!

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২২, ১০:২৯

প্রায় ৫০ কোটি টাকা খরচা করে সাবেক স্বামী হলিউড সুপারস্টার জনি ডেপের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এনেছিলেন শারীরিক নির্যাতনের অভিযোগ। সে সময় অ্যাম্বার যাতে সমস্ত অভিযোগ তুলে নেয়, তার জন্য তাকে ১৬ মিলিয়ন টাকা দিতে চেয়েছিলেন জনি। বাংলাদেশি মুদ্রায় যা ১৫২ কোটি টাকারও বেশি।

কিন্তু এমন লোভনীয় প্রস্তাবে রাজি হননি অ্যাম্বার। তিনি মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, অভিনেত্রী আরও বেশি অংকের টাকা খসাতে চেয়েছিলেন জনির কাছ থেকে। সেই সিদ্ধান্তই এখন কাল হয়েছে অ্যাম্বারের জন্য। জনির কাছে মামলায় হেরে উল্টো তাকেই প্রায় ১৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে আদালতের রায়ে।

২০১৫ সালে জনি ডেপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাম্বার হার্ড। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরের বছরই জনি ডেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন অ্যাম্বার হার্ড। অভিযোগ, জনি তাকে মারতেন, নেশা করে বাড়িতে ভাঙচুর করতেন। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জনি পাল্টা মানহানির মামলা করেন সাবেক স্ত্রীর বিরুদ্ধে।

চার বছর ধরে চলা নাটকীয়তার অবসান হয় গত ১ জুন। এদিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত থেকে নিজের পক্ষে রায় পান জনি ডেপ। হেরে যান অ্যাম্বার হার্ড। শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে সাবেক স্বামীর মানহানি করার জন্য এই অভিনেত্রীকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশও দেয় আদালত। যেটা পাবেন জনি।

এখন সেই ক্ষতিপূরণের টাকা যোগাড় করতেই করুণ দশা অ্যাম্বার হার্ডের। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, অ্যাম্বার তার সব সম্পত্তি বিক্রি করে দিলেও এত টাকা দিতে পারবেন না। ক্ষতিপূরণের টাকা দিতেই তিনি দেউলিয়া হয়ে যাবেন। এই টাকা জোগাড় করতে ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝে তার যে বাড়িটি ছিল, তাও বিক্রি করতে হয়েছে অভিনেত্রীকে।

ওই বাড়িটি বিক্রি করে ৮০ কোটি টাকার মতো পেয়েছেন অ্যাম্বার। ক্ষতিপূরণ মেটাতে এখনো ৬০ কোটি টাকার প্রয়োজন। মামলার শুনানি চলাকালীনই অভিনেত্রী জানিয়েছিলেন, তার কাছে এত টাকা নেই। এদিকে, হলিউডের পরিচালকরা নাকি অ্যাম্বারকে এখন আর কাজ দিতে চাইছেন না। ফলে তিনি কীভাবে বাকি টাকা যোগাড় করবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

নতুন কোনো সিনেমায় কাজের সুযোগ না পেলে আর্থিক অনটনেরও সম্মুখীন হতে পারেন অ্যাম্বার। তার ঘনিষ্ঠদের মতে, এই পরিস্থিতির জন্য নাকি অ্যাম্বারই দায়ী। তারা বলছেন, সে সময় যদি জনির প্রস্তাব মেনে নিতেন অ্যাম্বার, তাহলে আজ তাকে এমন করুণ দশায় পড়তে হতো না। উল্টো দেড়শ কোটি টাকার মালিক হতেন অভিনেত্রী।

এদিকে, সাবেক স্ত্রীর সঙ্গে মামলায় জেতার পর বন্ধুদের হোটেলে নিয়ে ৬০ লাখ টাকা খাওয়ান জনি ডেপ। তার মেজাজ এখন ফুরফুরা। অন্যদিকে, হলিউড বিশেষজ্ঞরা বলছেন, অ্যাম্বারের এই দুরাবস্থাও বেশিদিন থাকবে না। মামলার রেশ কাটতে একটু সময় লাগবে। তার পরই হয়তো অ্যাম্বারকে আবার বড় পর্দায় দেখা যাবে। সেই সময়ের অপেক্ষায় এই হলিউড নায়িকা।

(ঢাকা টাইমস/০২ আগস্ট/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :