এবার গাজীপুরে বাসে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ১১:৩৩| আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:০৪
অ- অ+

তিন দিন আগে টাঙ্গাইলের মধুপুরে একটি নৈশ কোচে এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গাজীপুরে। এবার বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করেছে পরিবহন শ্রমিকরা। শনিবারের ওই ঘটনায় তাকওয়া পরিবহনের ব্যবহৃত বাসসহ (গাজীপুর-জ -১১-০৩১১) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাকিব (২৩), মো. সজিব (২৩), সুমন খান (২০), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)।

পুলিশ সুপার জানান, নওগাঁ থেকে শনিবার ভোররাতে স্বামী-স্ত্রী গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় নামেন। সেখান থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন তারা। এ সময় ওই বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। এছাড়া তখন দুজন স্টাফ ছিল।

বাসটি চান্দনা চৌরাস্তা এলে সেখান থেকে ওই পরিবহনের আরো দুজন স্টাফ বাসে ওঠে। বাসটি হোতাপাড়া পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। তখন বাসটি হোতাপাড়া পার হলে স্বামীকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের স্টাফরা।

পরে বাঘেরবাজার থেকেই পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে তারা। বাসটি গড়গড়িয়া মাস্টার বাড়ি হয়ে সিএনবি থেকে ঘুরিয়ে আবার গাজীপুর সিটির দিকে রওনা দেয়। দলবেঁধে ধর্ষণ শেষে মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওই নারীকে নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি জানান, ওই নারীর স্বামী ঘটনাটি পুলিশকে জানায়। পরে শ্রীপুর থানায় মামলা করেন। থানায় মামলা দায়ের করার পর শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের পাঁচজনকে গ্রেপ্তার করে।

নিপীড়নের শিকার নারী ও তার স্বামী গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন বলেও জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা