ঢাকাটাইমসের বেনাপোল প্রতিনিধিকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে জিডি

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ২১:১৫| আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:৫২
অ- অ+
হুমকিদাতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

ঢাকাটাইমসের বেনাপোল প্রতিনিধি ও বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। কথিত এ সাংবাদিকের নাম জাহিদ হাসান।

রবিবার দুপুরে জাহিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত জাহিদ বেনাপোলসহ আশপাশের লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করছে। বিষয়টি বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকদের নজরে পড়লে তাকে মৌখিকভাবে নিষেধ করা হয়। এর ফলে তিনি সিনিয়ির সাংবাদিক মহসিন মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

হুমকির শিকার সাংবাদিক মহসিন মিলন বলেন, গত ৪ আগস্ট বেলা আনুমানিক ১টায় আমার মোবাইল নম্বরে ০১৯১৯০১১৬২৯ নম্বর থেকে ফোন দিয়ে গালাগালি ও মানহানিকর কথাবার্তা বলতে থাকেন। এই সময় অন্য একটি জাতীয় পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক কামাল হোসেন জাহিদ হাসানকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

বিষয়টি নিয়ে যশোরসহ বিভিন্ন সাংবাদিককে অবহিত করলে সাংবাদিক পরিচয়দানকারী জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট আমার ছবি ব্যবহার করে ফেসবুকে আমার সম্মানহানি করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যা আমার জন্য চরম মানহানিকর। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ৩১৬। এরপর তিনি বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

প্রেসক্লাব সভাপতিকে নিয়ে ফেসবুকে এ ধরনের মানহানিকর স্ট্যাটাস ও হত্যার হুমকি দেওয়ায় বেনাপোল রিপোর্টার্স ইউনিটি, বেনাপোল প্রেস ক্লাব, বেনাপোল টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন রাইটস যশোর, বেনাপোল নাগরিক কমিটি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিএন্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, বেনাপোল পৌর আওয়্মী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা