আইডিয়া প্রকল্পের অনুদান পেলেন ২০ ই-ক্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৫:৫৫| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৬:১০
অ- অ+

সরকারের আইডিয়া প্রকল্প থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০ জন নারী উদ্যোক্তা অনুদান পেয়েছেন।

আজ মঙ্গলবার ই-ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে নারী উদ্যোক্তাদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘আমাদের নারী উদ্যোক্তারা অনলাইন উদ্যোগে দিন দিন এগিয়ে চলেছে। তাদের অদম্য মনোবলই তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই তহবিল পরিমাণে বেশি না হলেও একজন নারীর জন্য এটা অনেক বড়ো স্বীকৃতি। সমাজ পরিবার ও সকলের কাছে তার কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা। যারা এই অনুদান পেয়েছেন তারা যেমন আরও জোরালোভাবে তাদের কার্যক্রম চালাতে পারবেন। আবার অন্যরা তাদের দেখে অনুপ্রাণিত হবেন।’

উল্লেখ্য, প্রতিবছর ৮ আগস্ট ১০০০ বঙ্গমাতা অদম্য উদ্যোক্তাকে অনুদান দেয়া হবে। স্মার্ট বাংলাদেশ রূপকল্প পূরণে ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ নারী উদ্যোক্তা তৈরি করতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কো-ওয়ার্কিং স্পেস ও সিড মানি এই সহযোগিতার অংশ। প্রাথমিকভাবে ই-ক্যাবের ২০ জন উদ্যোক্তা এই অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রাথমিক আবেদনে যারা বাদ পড়েছেন তাদেরকে ভবিষ্যতে যুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা