মেঘনায় সাড়ে ৩ হাজার বস্তা চিনিসহ ডুবেছে ট্রলার, কার এই সর্বনাশ?

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:৫১ | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৮:৪৮

মেঘনা নদীতে একটি চিনি বোঝাই ট্রলার ডুবে গেছে। বুধবার সকাল ১০টায় নদীর হিজলা উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। নদীতে পানি বেড়ে যাওয়ায় ট্রলার চালক ডুবোচর খেয়াল করেনি। ট্রলারটি একটি ডুবোচরে উঠিয়ে দেয়। এতে ট্রলারটির তলা ফেটে কাত হয়ে পড়ে। নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের আঘাতে কাত হওয়া ট্রলারে পানি ঢুকে ডুবতে থাকে। তখন টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচজন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরও জানান, স্থানীয় জেলে নৌকা ডেকে এনে ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি ৩ হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে।

পরিদর্শক বলেন, ওই চিনি ভোলার হোসেন ট্রেডার্সের। তারা ঘটনাস্থলে এসেছে। ট্রলার উদ্ধারের চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

তিনি আরও জানান, ফ্রেশ কোম্পানির ওই চিনির ক্রেতা ছিলেন ভোলার হোসেন ট্রেডার্স। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১০টাইমস/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :