ডিএমপির তিন বিভাগে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ২১:৫৬| আপডেট : ১০ আগস্ট ২০২২, ২২:৪৪
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন বিভাগে নতুন ডিসিকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে রাজধানীর গুলশান, মতিঝিল ও ওয়ারী বিভাগের উপকমিশনারকে (ডিসি) বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদকে গুলশানে, ডিএমপির উপকমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগে ও উপকমিশনার (ক্রাইম) মো. জিয়াউল হাসান তালুকদারকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়। আর ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ইফতেখারুল আলম দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করায় এ দুটি পদ শূন্য ছিল।

মতিঝিল বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ এর আগে হলি আর্টিজান হামলার সময় গুলশান বিভাগে ছিলেন। ওই ঘটনায় তিনি আহত হন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা