আ. লীগ নেতার মেয়ের চোখ নষ্ট, ভুল চিকিৎসার অভিযোগে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১০:১১| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:১৩
অ- অ+
ভুক্তভোগী মাহজাবীন হক মাশা (ছবি: সংগৃহীত)

ভুল চিকিৎসায় আওয়ামী লীগ নেতার মেয়ের চোখ নষ্ট হওয়ার অভিযোগে দীপক নাগ নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী মাহজাবীন হক মাশা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল হক শামীমের জ্যেষ্ঠ কন্যা।

বুধবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন মাশার ছোট ভাই মো. সামিউল হক সাফা। রাত ৯টায় বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন তিনি।

প্রফেসর ডা: দীপক নাগ রাজধানীর সোবানবাগ এলাকার দ্বীন মো. চক্ষু হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারের বিশেষজ্ঞ।

এদিকে এ মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুজামান খোকন জানান, আদালত মামলাটি আমলে নিতে কোতোয়ালী মডেল থানা পুলিশকে আদেশ দিয়েছেন।

মামলার বাদীর অভিযোগ, গত জুন মাসে মাহজাবীন হক মাশার চোখের সমস্যা হওয়ায় দ্বীন মোহাম্মদ চক্ষু হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে প্রফেসর ডাক্তার দীপক নাগের চিকিৎসা নেন। এসময় দীপক নাগ মাশার চোখে লেজার প্রতিস্থাপন করেন। কিন্তু লেজার লাগানোর পর চোখে অন্ধকার দেখা শুরু করেন তিনি।

পরে তাকে জাতীয় চক্ষু ইন্সটিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান লেজার স্থাপনের কারণে চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হয়ে গেছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুন গ্র্যাড হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসার কারণে রেটিনার ৩৩ ভাগ নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, চোখে অতিরিক্ত লেজার লাগানোর কারণে আমার বোনের এতো বড় ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করছি। এছড়া ভবিষ্যতেও যেন এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা