পুবাইলে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের যাত্রী নিহত

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১১:৪৭
অ- অ+

গাজীপুর মহানগরের পুবাইলে কাভার্ডভ্যান চাপায় এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০টায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আমজাদ হোসেন (৪৫)। তিনি গাজীপুর জেলার পুবাইল থানাধীন বসুগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কোর্টের মহরী ছিলেন।

জানা যায়, মীরেরবাজার থেকে টঙ্গীগামী ইজিবাইক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী পি.পি.এল পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকের এক যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। পরে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান ওই যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে পুবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, অজ্ঞাত একটি কাভার্ডভ্যান একজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সেই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা