হেলিকপ্টারে সপরিবারে বাড়ি ফিরলেন আমেরিকা প্রবাসী, এলাকাবাসীর সংবর্ধনা

সপরিবারে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি একটি হেলিকপ্টারে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অবতরণ করেন তিনি।
এ সময় তাকে সংবর্ধনা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
জসিম উদ্দিন প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান প্রধানের ছেলে। তিনি ২০০৫ সালে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি ওই দেশের নাগরিক হয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।
হেলিকপ্টারে চড়ে জসিম উদ্দিন প্রধান নিজ বাড়িতে আসায় এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএ)

মন্তব্য করুন