শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ (ম্যানেজিং) কমিটির অভিভাবক সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, ‘সকাল ১০টা থেকে চারজন সাধারণ ও একজন নারী অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত তা চলবে। সংঘর্ষের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘স্কুল ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ হয়েছে। তবে ভোটগ্রহণ অব্যাহত আছে।’
নির্বাচনে মোট সাতজন সাধারণ অভিভাবক পদে এবং দুজন সংরক্ষিত নারী প্রতিনিধি পদের জন্য লড়ছেন। একটি প্যানেল সাবেক পৌর কাউন্সিলর শফি উদ্দিন এবং অপরটি বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম সমর্থিত বলে ভোটাররা জানিয়েছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের বাইরে ভোটের প্রচার নিয়ে প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জনের আহতের ঘটনা ঘটেছে, আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে ভর্তি হয়েছে বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময়ে শৈলকুপা পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলামসহ ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

মন্তব্য করুন